August 10, 2025, 4:02 am
শিরোনাম :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নারীসহ ৬ আসামী গ্রেফতার চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও রক্তদান উদ্বুদ্ধকরণ সভা হবিগঞ্জে মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র মোফাজ্জলের মর্মান্তিক মৃত্যু মেহেরপুর সীমান্তে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার বরগুনায় নৌবাহিনীর হঠাৎ অভিযান, ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক মুন্সিগঞ্জে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, জনতার গণপিটুনি জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবিগঞ্জের মাধবপুরে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১, রাজবাড়ীতে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে

মোঃ নিজামুল ইসলাম

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ (তিন) কিলোমিটার এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।

আদেশে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মায়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না, কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহন নিষিদ্ধ এবং কোনো প্রকার লাউডস্পিকার ব্যবহার বা উচ্চস্বরে শব্দ করা যাবে না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান বলেন, মেট্রোপলিটন এলাকার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে। এ ঘটনায় তিনজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় টঙ্গীতে ইতোমধ্যে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন