বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ কোরিয়ার গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের আর্থিক সহযোগিতায় এবং
সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের উদ্যোগে অসহায় মানুষের জন্য গরু এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা
হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের সাবেক ডিআইজি ও বিএনপির প্রশাসন সংস্কার কমিটির সদস্য খান
সাঈদ হাসান। সভাপতিত্ব করেন দক্ষিণ কোরিয়ার গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের বাংলাদেশের পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল
মালেক সরকার মালু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, গাবতলী থানার ওসি আশিক ইকবাল এবং বাংলাভিশন টিভি’র বগুড়া
ব্যুরো প্রধান আব্দুর রহিম বগ্রা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ার গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের সাবেক সভাপতি ইউ সুং জু। অনুষ্ঠান পরিচালনা করেন
সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা।
গরু (বোকনা বাছুর): ১০ জন অসহায় মানুষের মাঝে গরু বিতরণ করা হয়।
উপবৃত্তি ও শিক্ষা উপকরণ: ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি এক হাজার টাকা উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এ পর্যন্ত ৪৩৯ জন অসহায় মানুষকে গরু দেওয়া হয়েছে।
প্রধান অতিথি খান সাঈদ হাসান বলেন, “গরীব মানুষকে স্বাবলম্বী করার জন্য এই উদ্যোগ অনন্য। গরু লালন-পালন ও দুধ বিক্রির মাধ্যমে উপকারভোগীরা
নিজেদের ও পরিবারের উন্নয়ন ঘটাতে পারবে।”
সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন বলেন, “মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা
অব্যাহত থাকবে।”
গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে সেমি পাকা ঘর নির্মাণ, কম্পিউটার ল্যাব স্থাপন, বেঞ্চ, বস্ত্র বিতরণসহ নানাবিধ
সহযোগিতা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টার এবং মাহবুবুর রহমান ছোটনের উদ্যোগে পরিচালিত এই মহতী কার্যক্রম সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন
করেছে। স্থানীয়রা এ ধরনের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।