মো. সোহেল আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও ধারণ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন
ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তারা জুতা পরে স্মৃতিস্তম্ভের ওপর নাচ-
গানের ভিডিও তৈরি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।জানা গেছে, হিরো আলম ও তার
সঙ্গী রিয়া মনি নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে অংশগ্রহণ করতে ঠাকুরগাঁও আসেন। পরে তারা খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও ধারণ
করেন। এ সময় দর্শকরা ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করেন এবং তা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।এই ঘটনার পর এলাকাবাসী, বিশেষত
বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বলেন, “জুতা পরে শহীদ স্মৃতিস্তম্ভে নাচ-গান করা শহীদদের প্রতি চরম অবমাননার সামিল। এটি কোনোভাবেই বরদাস্ত
করা যায় না। আমরা হিরো আলমের কঠোর শাস্তি দাবি করছি।”
সমাজ উন্নয়নকর্মী মনিরুজ্জামান মিলন বলেন, “হিরো আলম অপসংস্কৃতির ঘেরাটোপে বেড়ে ওঠা একজন ব্যক্তি। তার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু
আশা করাও অযৌক্তিক।”
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, “ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।”
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও শহীদদের প্রতি অবমাননাকর। আমরা বিষয়টি তদন্ত
করে যথাযথ ব্যবস্থা নেব।”
শহীদ স্মৃতিস্তম্ভে এই ধরনের কর্মকাণ্ডে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশের সাংস্কৃতিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি সম্মান বজায়
রাখতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।