আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ১ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার টঙ্গিবাড়ী বাজারের সোবহান কোল্ড স্টোরেজ প্রাঙ্গণ থেকে ১৩টি ইউনিয়নের প্রতিনিধিদের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি এবং শাহজালাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সমিতির সদস্য সচিব মো. তাহিয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সদস্য সাখাওয়াত হোসেন খান আসিক, মো. মনির হোসেন, অ্যাডভোকেট মো. সুমন, সাবেক ছাত্রনেতা কাজী জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শীতবস্ত্র বিতরণের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, অসহায় ও দরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘবের জন্য তাদের এ কার্যক্রম চলমান থাকবে।