July 8, 2025, 10:48 am

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছে সোপর্দ

মিরাজ হুসেন প্লাবন

ওবায়দুল্লাহ কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী বিপ্লব চন্দ্র দাসকে স্থানীয় লোকজন ও সাধারণ শিক্ষার্থীরা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

বিপ্লব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক এবং ২০১৬ সালে খুন হওয়া একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কোটবাড়ির গন্ধমতি এলাকা থেকে তাকে আটক করে কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, “খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের আসামি এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিপ্লব চন্দ্র দাসকে আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। ক্যাম্পাসে সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। আইন নিজেদের হাতে তুলে নেব না, বরং সবাইকে পুলিশের কাছে তুলে দেব।”

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসএম আরিফুর রহমান বলেন, “স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রথমে বিপ্লব চন্দ্র দাসকে আটক করে আমাদের খবর দেন। আমরা তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, “বিপ্লব চন্দ্র দাস ২৯ নম্বর মামলার আসামি। সেই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।” তবে মামলার তারিখ, ধারা বা বাদীর তথ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে গত ১২ ডিসেম্বর সাধারণ শিক্ষার্থীরা মামা হোটেলের সামনে থেকে রাকেশ দাস এবং বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড় থেকে এসকে মাসুম নামে আরও দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন