July 9, 2025, 6:08 pm

শহীদ পরিবারকে সম্মাননা ও মুক্ত আলোচনার মাধ্যমে বেরোবিতে অনন্য উদ্যোগ

মিরাজ হুসেন প্লাবন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ পরিবারগুলোকে সম্মান জানিয়ে এবং মুক্ত

আলোচনার মাধ্যমে একটি অনন্য আয়োজন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায়

ইনকিলাব সাংস্কৃতিক সংগঠন (ইসাস) এই আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহীদ পরিবারগুলোর প্রতি সম্মাননা তুলে দেন এবং তাদের

আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামের জন্য

আলোকবর্তিকা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, এবং

প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এছাড়াও ইসাসের সভাপতি মোসাদ্দেক হোসেন ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের নেতৃত্বে এই আয়োজন সম্পন্ন

হয়।

বেরোবি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রসমাজের

ন্যায্যতার আন্দোলনে অবদান রাখার আহ্বান জানান। তারা আরও বলেন, শহীদদের এই ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা এবং সমাজে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত

করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন