রাজবাড়ী জেলা প্রতিনিধি: মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসা অবহেলার কারণে একটি ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে
বালিয়াকান্দি হাসপাতালের সামনে শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, দক্ষিণবাড়ী পদমদী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শারমিনকে বুধবার সকালে সন্তান প্রসবের জন্য ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে
ডা. এস.এম নাসির উদ্দিন সিজারিয়ানের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তবে নিয়মিত চিকিৎসকের অনুপস্থিতিতে নবজাতক বৃহস্পতিবার
সকালে মারা যায়।
নবজাতকের মৃত্যুর জন্য চিকিৎসা অবহেলাকে দায়ী করে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শাপলা ক্লিনিকের মালিক জাহাঙ্গীর আলম আনিসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।