সংবাদ:
গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় নরমাল ডেলিভারি উৎসাহিত করতে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্মদানকারী প্রসূতি মায়েদের বিভিন্ন উপহার প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবাগ্রহণকারী প্রসূতি মা ও নবজাতকের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ১০ জন প্রসূতি মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন,
“আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ নরমাল ডেলিভারিকে উৎসাহিত করবে এবং প্রসূতিদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করবে।”
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, জেলা পরিষদের অর্থায়ন ও পরিকল্পনায় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এ বছরের ২টি প্রকল্পে মোট ৬ লক্ষ টাকা ব্যয়ে ৭০০ প্রসূতি মাকে উপহার প্যাকেট দেওয়া হবে।
প্রতিটি প্যাকেটে নবজাতকের জন্য ১ সেট পোশাক, প্রসূতি মায়ের জন্য ১ সেট আরামদায়ক পোশাক, ১টি তোয়ালে ও ২টি সাবান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা।