October 16, 2025, 11:39 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

নরমাল ডেলিভারি উৎসাহিত করতে নতুন প্রকল্প

মিরাজ হুসেন প্লাবন

সংবাদ:

গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় নরমাল ডেলিভারি উৎসাহিত করতে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্মদানকারী প্রসূতি মায়েদের বিভিন্ন উপহার প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবাগ্রহণকারী প্রসূতি মা ও নবজাতকের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ১০ জন প্রসূতি মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন,
“আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ নরমাল ডেলিভারিকে উৎসাহিত করবে এবং প্রসূতিদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করবে।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, জেলা পরিষদের অর্থায়ন ও পরিকল্পনায় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এ বছরের ২টি প্রকল্পে মোট ৬ লক্ষ টাকা ব্যয়ে ৭০০ প্রসূতি মাকে উপহার প্যাকেট দেওয়া হবে।

প্রতিটি প্যাকেটে নবজাতকের জন্য ১ সেট পোশাক, প্রসূতি মায়ের জন্য ১ সেট আরামদায়ক পোশাক, ১টি তোয়ালে ও ২টি সাবান থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন