বেরোবি প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী “পুষ্টিবন্ধু: আমার খাবার, আমার দায়িত্ব” প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রিআর্থ ক্লাব, বেরোবি-এর উদ্যোগে আয়োজিত এ প্রোগ্রামে সপ্তম ও অষ্টম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিগত দুই দিনে তারা ফুড সিস্টেম, সুষম খাদ্য, জাঙ্ক ফুডের ঝুঁকি, নিরাপদ স্কুল টিফিন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও খাদ্যব্যবস্থার সংকট বিষয়ে ধারণা অর্জন করে।
সমাপনী দিনে শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের অভিভাবক ও অতিথিদের সামনে উপস্থাপন করে— নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা, স্বাস্থ্যকর টিফিনের মডেল এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও খাদ্যব্যবস্থায় আসা পরিবর্তন ও করণীয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা, বিদ্যালয়ের সভাপতি মো. মনোয়ার হোসেন (রাজু), শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মো. সগির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ্ মোশফিকুর রহমান, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসিবুল হক তুষার এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলুপ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, “এই বয়সের শিক্ষার্থীদের সঠিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারের বিকল্প নাই। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।”
পুষ্টিবন্ধু প্রোগ্রাম কো-অর্ডিনেটর অনুশ্রী রায় বলেন, “আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য, খাদ্যাভ্যাস এবং খাদ্যব্যবস্থার প্রভাবক সম্পর্কে ধারণা দেওয়া। পাশাপাশি নেতৃত্বগুণ তৈরিও ছিল এই প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য।”
রিআর্থ ক্লাবের আহ্বায়ক তাসবীন শাকিব জানান, “রিআর্থ ক্লাব সবসময় পরিবেশ, জলবায়ু ও সামাজিক ন্যায়ের বিষয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। পুষ্টিবন্ধু প্রোগ্রাম সেই উদ্দেশ্যেরই অংশ।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়। প্রোগ্রামটি অর্থায়ন করেছে গোবিন্দগঞ্জ অর্গানাইজেশন অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট (গোল্ড) এবং কৌশলগত সহযোগী ছিল সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ।