January 9, 2025, 5:07 am
শিরোনাম :
কুবিতে শীত নিয়ে রম্য বিতর্ক: ‘শীত মানেই আমি’ কুবিতে ‘নতুন সূর্যোদয়’-এর উদ্যোগে আলোচনা সভা: ‘আজকের চিন্তায়, আগামীর ক্যাম্পাস’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষক প্রফেসর পদে পদোন্নতি লাভ যে হাতে চাঁদাবাজি করবে, সে হাত ভেঙে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ মৃত্যুহার ৭১%! খেজুরের কাঁচা রস ও বাদুড়ের খাওয়া ফল এড়িয়ে চলুন। গর্ভধারিণী মাকে সামনাসামনি দেখে বুকে টেনে নিলেন তারেক রহমান !! শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন মক্কায় দেখা মিললো শাহরুখ-গৌরীর ছবি, ‘ধর্ম বদল’ নিয়ে যা জানা গেল জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬

গর্ভধারিণী মাকে সামনাসামনি দেখে বুকে টেনে নিলেন তারেক রহমান !!

মোঃ নিজামুল ইসলাম

এক অক্ষরের ছোট্ট শব্দ ‘মা’। এমন মধুর শব্দ অভিধানে আর দ্বিতীয়টি নেই। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর ও ভালোবাসা। অথচ সেই ভালোবাসা ও নাড়ির সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক কাঁটাতার।

দীর্ঘ সাত বছর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

অবশেষে তার এই কষ্ট ও আক্ষেপ এর সমাধান হলো।  মঙ্গলবার (৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন বিএনপি নেত্রী। আর এর মাধ্যমে ৭ বছর পর গর্ভধারিণী মাকে সামনাসামনি দেখে বুকে টেনে নিলেন তারেক রহমান !!

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় ভাববিনিময়ের পর বিমানবন্দর থেকে সরাসরি তিনি

লন্ডন ক্লিনিকে চলে যান।

বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে) তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।  এসময় বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তাকে স্বাগত জানান।

এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাত বছর পর মায়ের দেখা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাকে জড়িয়ে ধরেন তিনি। পুত্রবধূ জোবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন