আল-মামুন, বগুড়া প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম বাংলাদেশের গেজেটে অন্তর্ভুক্ত করায় বগুড়ায় কৃতজ্ঞতা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, বেলা ১২টায় বগুড়া শহরের মফিজ পাগলা মোর এলাকার ম্যাক্স মোটেলে নজরুল চেতনা চর্চা কেন্দ্রের উদ্যোগে এই সভা
অনুষ্ঠিত হয়।
সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের নাম গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসসহ উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করা হয়। আলোচকরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহসী লেখনী ও নিপীড়িত মানুষের জন্য তার বলিষ্ঠ কণ্ঠস্বর স্মরণ করেন।
আব্দুল আলিম, সাধারণ সম্পাদক, বগুড়া স্পোর্টস রিপোর্টার এসোসিয়েশনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নজরুল চেতনা চর্চা কেন্দ্র,
বগুড়ার সভাপতি বরেণ্য সাংবাদিক মহসিন আলী রাজু।
সভায় আরও উপস্থিত ছিলেন—
বাবু বসুধা, সমন্বয়ক, নজরুল চেতনা চর্চা কেন্দ্র, বগুড়া
রায়হান আহম্মেদ তালুকদার (রানা), সাধারণ সম্পাদক, নজরুল চেতনা চর্চা কেন্দ্র, বগুড়া
আব্দুর রহমান টুলু, নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ প্রতিদিন
গোলাম সাকলায়েন বিটুল, বিশিষ্ট ব্যবসায়ী ও স্বত্বাধিকারী, ম্যাক্স মোটেল
মার্জান আহাদ, সভাপতি, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা শাখা
জাহাঙ্গীর মাহমুদ, কণ্ঠশিল্পী ও গীতিকার, বিটিভি
আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজনীতিবিদ
ফাতেমা ইয়াসমিন, সভাপতি, জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া জেলা শাখা
মহফুল আক্তার জাহান, কবি ও প্রকাশক
আহসান হাবীব দুলাল, সাংবাদিক
মামুনুর রশিদ, সাংবাদিক
সভায় বক্তারা নজরুলের আদর্শ ও চেতনাকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন এবং তার সাহসী কণ্ঠস্বরের আলোকে সামাজিক সাম্য ও
দ্রোহের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।