মো. নুরুল হক মোরশেদ, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:
কমলগঞ্জ পৌরসভার সর্বস্তরের প্রিয় মুখ ও তরুণ যুবসমাজের আস্থাভাজন সৈয়দ জামাল হোসেন কমলগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব জেমস সমাজকল্যাণকে এক সেট জার্সি উপহার দিয়েছেন।
সৈয়দ জামাল হোসেন, যিনি কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন, সবসময় সমাজকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। তার এই উদ্যোগ তরুণ সমাজের মাঝে ক্রীড়াপ্রেম ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জেমস সমাজকল্যাণ ক্লাব দীর্ঘদিন ধরে কমলগঞ্জে সামাজিক এবং ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।