November 15, 2025, 5:42 pm

প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

মাসফিকুল হাসান জেলা প্রতিনিধিঃ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহালের দাবিতে প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’ করা হয়েছে, যা বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় জটিলতার সৃষ্টি করেছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:
১. প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহাল করা।
২. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।
৩. বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করা।

শিক্ষার্থীরা বলেন, রংপুর একটি বিভাগীয় শহর এবং এই অঞ্চলের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর প্রতিষ্ঠাকালীন নামটি সংক্ষিপ্ত, সাবলীল এবং স্থানীয় পরিচিতি বহনকারী ছিল। তবে নাম পরিবর্তন করে বেগম রোকেয়ার নামে নামকরণ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ রংপুরে এর আগেও বেগম রোকেয়ার নামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, নাম পরিবর্তনের পেছনে রোকেয়া স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য ছিল প্রধান। শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সঠিক পরিচিতি এবং সুনামের জন্য রংপুরের সঙ্গে সম্পর্কযুক্ত নাম বহন করাটাই উপযুক্ত ছিল।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা, এবং শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, এই দাবিগুলো পূরণ না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন