মুস্তাকিম আল মুনতাজ,জেলা প্রতিনিধি,
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২০ জানুয়ারি) সকালে রূপসপুর এলাকার আমজাদ আলী সড়কের শাখামুড়া ছড়ায় এই কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌরসভা সচিব নূরনবী পাটোয়ারি, স্থানীয় ব্যক্তি ও সংবাদকর্মীরা।
এই মহৎ উদ্যোগে অংশ নিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শ্রমিক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত শাখামুড়া ছড়ায় জমে থাকা ময়লা-আবর্জনা ও প্রতিবন্ধকতাগুলো সরানোর কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা মানবসেবার মনোভাব নিয়ে এই কাজে অংশগ্রহণ করেছেন এবং তাদের আশা, এই উদ্যোগ শুধুমাত্র পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ না থেকে ছড়াটি পুনঃখননের মাধ্যমে স্থায়ী সমাধানে রূপ নেবে।
শাখামুড়া ছড়াটি অনেকদিন ধরে অবহেলিত ছিল, যা শ্রীমঙ্গলবাসীর জন্য জলাবদ্ধতা ও নানা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে, এই উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলা প্রশাসন একসাথে কাজ শুরু করেছে জনগণের এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে।
এটি শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং একটি স্থায়ী পরিকল্পনার সূচনা হবে। এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে শাখামুড়া ছড়ার প্রাকৃতিক সৌন্দর্য ও কার্যকারিতা পুনরুদ্ধার করা হবে, যা শহরের সার্বিক পরিবেশ উন্নয়নে সহায়ক হবে শ্রীমঙ্গলবাসীর প্রত্যাশা।