July 9, 2025, 5:16 am

মৌলভীবাজারে জেলা বিএনপির ১০টি ইউনিটের কমিটি অনুমোদন

মিরাজ হুসেন প্লাবন

মৌলভীবাজার জেলা বিএনপি জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌর বিএনপির মধ্যে শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা বিএনপি ব্যতীত সবকটি উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে এসব কমিটি জেলা বিএনপির আহবায়ক কমিটির প্যাডে ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন প্রদান করেন।

এতে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির কমিটির আহবায়ক হিসেবে বদরুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে মুহিতুর রহমান হেলাল এবং যুগ্ম আহবায়ক হিসেবে মারুফ আহমদ এর নাম ঘোষণা করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন ফখরুল ইসলাম, খালিছ মিয়া, মুজিবুর রহমান মজনু, তোফায়েল আহমদ তোয়েল, আশরাফ উদ্দিন আহমদ, আব্দুল করিম ইমানী, শফিউর রহমান, মিলাদ হোসেন, রানা খান শাহীন, মোঃ ফখরুজ্জামান, শাহাবুদ্দীন আহমদ, মামুনুর রশিদ, হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক হিসেবে সৈয়দ মমশাদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে সারওয়ার মজুমদার ইমন এবং যুগ্ম আহবায়ক হিসেবে মনোয়ার আহমদ রহমানের নাম ঘোষণা করা হয়। সদস্যদের মধ্যে রয়েছেন অলিউর রহমান, আনিছুজ্জামান বায়েছ, মাহবুব ইজদানী ইমরান, শহিদ আহমদ জুনেদ, শফিকুর রহমান, সালাম আহমেদ জিতু, আশরাফুল হক চৌধুরী মোস্তাক, বদরুল আলম নোমান, নাছির আহমদ, রেজাউল করিম রেজা, সাইফুল ইসলাম স্বপন, মোঃ জবলু মিয়া, মোঃ লোকমান হোসেন, সৈয়দ ইজাজুল ইসলাম এবং অন্যান্যরা।

এছাড়া, জুড়ী, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জসহ অন্যান্য উপজেলার কমিটিও ঘোষণা করা হয়েছে। ঘোষিত এসব কমিটির মাধ্যমে তৃণমূলে দলের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনগুলোতে ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানিয়েছেন, শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা কমিটিগুলিও খুব শিগগির অনুমোদন দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন