রাবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার চার নেতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে শিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি।
নির্বাচিত চার নেতা হলেন: ১. আজিজুর রহমান আজাদ (রাবি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক ছাত্র) ২. আব্দুল মোহাইমেন (ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী) ৩. মো. সিফাত উল আলম (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী) ৪. মোস্তাকুর রহমান জাহিদ (অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী)
তাদের মধ্যে মোস্তাকুর রহমান জাহিদ বর্তমানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি, আব্দুল মোহাইমেন সদ্য সাবেক সভাপতি, আজিজুর রহমান আজাদ ২০২২ সেশনে শিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন এবং মো. সিফাত উল আলম ছিলেন রাজশাহী মহানগর শিবিরের সভাপতি।
কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি আজিজুর রহমান আজাদ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে প্রচার সম্পাদক, আব্দুল মোহাইমেন শিক্ষা সম্পাদক এবং মো. সিফাত উল আলম মানবাধিকার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
এ বিষয়ে রাবি শিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “এটি পদ পাওয়া হিসেবে গণ্য করি না, বরং এটি আমাদের জন্য একটি বড় দায়িত্ব। আল্লাহ যেন আমাদের এই দায়িত্ব সহজ করে দেন।”