April 12, 2025, 3:57 pm

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জুবায়ের আহমেদ সাতক্ষীরা প্রতিনিধি: 

জুবায়ের আহমেদ সাতক্ষীরা প্রতিনিধি:

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে শীতের সকালে প্রাণোচ্ছ্বল আবহে এই আয়োজন সম্পন্ন হয়। কোমলমতি শিক্ষার্থীরা “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নাচ-গানে প্রাঙ্গণ মুখরিত করে তোলে। এর আগে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মো. তাজকিন আহমেদ চিশতী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান। তিনি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের। সমন্বয়কের ভূমিকায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক সাবিনা শারমিন, মো. আকতারুজ্জামান, মামা তৈবুর রহমান, শাহিনা পারভীন, কবীর আহমদ, এস এম নওরোজ, এ এইচ এম শামীম পারভেজসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথি।

আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ মন ও শরীর গঠনে অনুপ্রাণিত করতে একটি সফল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন