November 17, 2025, 12:18 am

টঙ্গীবাড়ীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আক্কাছ আলী(মুন্সীগঞ্জ প্রতিনিধি)

আক্কাছ আলী(মুন্সীগঞ্জ প্রতিনিধি)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘ ক্লাবে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩০০ হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা আবু বক্কর শেখ এবং সঞ্চালনা করেন সদস্য মুন্না খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির টঙ্গীবাড়ী ইউনিটের সাবেক দলনেতা মোঃ রাসেল ঢালী, রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি হাকিম ভূইয়া ও সাধারণ সম্পাদক বজলু ভূইয়া। যুব রেড ক্রিসেন্ট সোসাইটির টঙ্গীবাড়ী ইউনিটের অন্যান্য সদস্যরাও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

শীতার্তদের পাশে দাঁড়িয়ে মানবিকতা প্রদর্শনের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির এমন কার্যক্রম শীতার্তদের জন্য যথেষ্ট সহায়তা ও স্বস্তি নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন