মোঃ সামিন ইসলাম:
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিনের উদ্যোগে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, যুবদলের সদস্য সচিব আলামিন হোসেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সাবেক জেলা যুবদলের প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম জনি, সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম (মল্লিক), ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শামীম হোসেন, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বিপুল হোসেন এবং ১৩ নম্বর ওয়ার্ডের অন্যান্য কর্মীরা।
কর্মসূচিতে বক্তারা ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে জনগণের স্বার্থে বিএনপির দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিএনপির দাবি ও লক্ষ্য সম্পর্কে অবগত হন।