July 9, 2025, 3:17 am

শাজাহানপুরে আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন

শাজাহানপুরে আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ আসর উপজেলা বিএনপির উদ্যোগে মাঝিড়াস্থ মহিউস্ সুন্নাহ্ মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি,উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক,উপজেলা বিএনপির সহক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, আতাহার আলী কাইয়ুম,মাশফিকুর রহমান মামুন,আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ,মোশাররফ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ,সদস্য সচিব হাসান আলী আকন্দ,উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা মৎসজীবি দলের সভাপতি ইবনে সাউদ,উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, অসিম মন্ডল সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা ফুরকানুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন