মেহেরপুর প্রতিনিধি এস কে সামিউল ইসলাম:
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করা হয়।
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়। দুইটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত মামলায় তাকে গ্রেফতার করা হয়।