সুমন আহমেদ, প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারা বাজারের নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর গ্রামের বাসিন্দা, সোনালী চেলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা, নাছিমপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের সাবেক সভাপতি, পল্লী চিকিৎসক মরহুম আলহাজ্ব ডাঃ উস্তার আলী সাহেবের জানাজার নামাজ গতকাল ৩০ জানুয়ারি ২০২৫, মরহুমের নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানাযায় মরহুমের স্মৃতিচারণ করেন নরসিংপুর ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান শামসুল হক নমু, ইসলাম পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আং হেকিম, সাবেক মেম্বার আপ্তাব উদ্দিন, শিক্ষা নুরাগী মাস্টার মতক্কিন আলী, আবুল বাশার, মাওঃ জালাল উদ্দীন, শাখাওয়াত হুসেন কবির, মাস্টার রফিকুল ইসলাম, বর্তমান মেম্বার হাঃ ফয়াজ উদ্দিন, বর্তমান মেম্বার ধন মিয়া, এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের সুযোগ্য ছেলে ডাঃ মামুন কবির বক্তব্য রাখেন।
মরহুমের জানাযায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন ওলিকুলের অন্যতম পীর সাহেব, কাজী বাড়ি।