April 17, 2025, 10:36 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা ‘অপারেশন ডেভিল হান্ট’ — সিবিএ সিমেন্ট ফ্যাক্টরির সভাপতি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ মেহেরপুরে সীমিত আকারে পালিত মুজিবনগর দিবস, ভাস্কর্য পুনঃনির্মাণের উদ্যোগ কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে উত্তাল শিক্ষার্থীরা গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক আটক চিরনিদ্রায় শায়িত হিরো আলমের বাবা, বগুড়ায় সম্পন্ন হয়েছে দাফন অভিনেতা হিরো আলমের বাবা মারা গেছেন, আজ জানাজা বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ , দুর্ভোগে নগরবাসী ছেলেদের অবহেলায় আত্মহত্যা: রাজশাহীতে বৃদ্ধ পিতার মর্মান্তিক পরিণতি

পবা হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

মোঃ সিজার হোসেন, পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুরে পবা হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক গঠনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব ও অতিথিরা
২৮ জানুয়ারি, মঙ্গলবার পবা হাইওয়ে থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ। সভা পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক পরিচালনা করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি (অপারেশন পশ্চিম), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার, উত্তরা, ঢাকা জনাব মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন আলী আহমেদ হাশমী, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন।

উপস্থিত বিশিষ্টজনেরা
সভায় আরও উপস্থিত ছিলেন:
🔹 মতিউর রহমান, সভাপতি, বানেশ্বর বনিক সমিতি
🔹 মোঃ আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য, বানেশ্বর ইউনিয়ন
🔹 আহসান হাবিব, শ্রমিক দল, রাজশাহী জেলা শাখা
🔹 নাজমুল হুদা বাবু, জেলা স্বেচ্ছাসেবক দল, যুগ্ম আহ্বায়ক
🔹 শাহজাহান সরকার, জিয়া পরিষদ, পুঠিয়া উপজেলা
🔹 মোহাম্মদ আতিকুর রহমান, ছাত্রশিবির, বানেশ্বর ইউনিয়ন
🔹 স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

প্রধান অতিথির বক্তব্য ও দাবিসমূহ
প্রধান অতিথির উপস্থিতিতে স্থানীয় জনগণ রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর বাজার এলাকায় যানজট নিরসন, ফোরলেন রাস্তা নির্মাণ, ট্রাফিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা রোধ, সিসি ক্যামেরা স্থাপন ও স্কুল-কলেজের সামনে অতিরিক্ত গতির যান চলাচল নিয়ন্ত্রণসহ বেশ কিছু দাবি উত্থাপন করেন।

প্রধান অতিথি জনাব মোঃ আবুল কালাম আজাদ বলেন,
“আপনাদের দাবিগুলো বাস্তবায়নে পুলিশ প্রশাসন কাজ করছে। আমরা সবসময় জনগণের সেবায় নিয়োজিত, তবে জনগণেরও দায়িত্ব রয়েছে আইন মেনে চলা ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।”

তিনি জানান, পবা হাইওয়ে থানার নাম পরিবর্তনের বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনা রোধে নির্দেশনা
সভায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ শহিদ উল্লাহ এবং বিশেষ অতিথি পুলিশ সুপার আলী আহমেদ হাশমী দুর্ঘটনা প্রতিরোধে বেশ কিছু দিকনির্দেশনা দেন:
✅ মহাসড়কে অতিরিক্ত গতি পরিহার করা
✅ হেলমেট ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্বারোপ
✅ অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে মোটরসাইকেল না দেওয়া
✅ থ্রি-হুইলার যানবাহনের নিয়ন্ত্রণ
✅ সিএনজি ও নছিমনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ

উপসংহার
প্রধান অতিথি আশ্বস্ত করেন যে, প্রতি দুই মাস অন্তর কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে, যেখানে জনগণের দাবির বাস্তবায়ন ও নতুন সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে।

এই সভার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও পুলিশ-জনতার সমন্বয়ে নিরাপদ মহাসড়ক গড়ার উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন