চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্র রাজনীতি সুসংহত করার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। তার উপস্থিতিতে নন্দনগাছি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।
টিম প্রধানের দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাইসাল ইসলাম ফাইসার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মোহাম্মাদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুর্জয় হাসান শান্ত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম, চারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ শিমুল সরকার ও চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রধান অতিথি এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্রদল আগামী দিনে দেশ ও গণতন্ত্রের পক্ষে কাজ করবে।” তিনি আরও বলেন, “দলের দুর্দিনে যারা রাজপথে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে।”
এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল তাদের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে চায় বলে নেতাকর্মীরা জানান।