July 8, 2025, 11:38 am

বিএনপি নেতার বিতর্কিত কর্মকাণ্ডে বিরক্ত সিনিয়র নেতারা

মিরাজ হুসেন প্লাবন

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তোতাম-এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র নেতারা।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট থেকে সুবিধা নেওয়ার পর তিনি বিএনপিতে স্থান করে নিয়েছেন। বিএনপির এক সিনিয়র নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “তিনি অতীতে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে সুবিধা নিয়েছেন এবং পরে বিএনপির পদ বাগিয়ে নিয়েছেন।”

স্থানীয়দের অভিযোগ, আমরুল ইউনিয়নের কিছু খাস জমি দখল করে তরিকুল ইসলাম তোতাম সেখানে বিল থেকে মাটি বিক্রি করেন, যা কৃষকদের ফসলি জমির ক্ষতির কারণ হয়। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি।

এছাড়াও, রামপুর গ্রামের পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হলে ঠিকাদারদের কাছে বালু সরবরাহের নামে চাঁদাবাজির চেষ্টা করেন। ব্যর্থ হওয়ার পর রাস্তার নির্মাণকাজের জন্য বালু সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে সড়ক নির্মাণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন।

বিএনপির সিনিয়র নেতারা ও স্থানীয় জনগণ মনে করছেন, এ ধরনের বিতর্কিত ব্যক্তি দলের জন্য ক্ষতিকর। তারা তরিকুল ইসলাম তোতামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন