July 8, 2025, 11:44 am

নারায়ণগঞ্জে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মিরাজ হুসেন প্লাবন

মোঃ মাহবুবুর রহমান,  নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে শহরের খানপুর হাসপাতাল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন:
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিবাদী শাসনের কারণে জামায়াতের নেতাকর্মীদের ওপর অন্যায় নির্যাতন চালানো হচ্ছে। আজহারুল ইসলামের মুক্তি না দিলে জনগণ কঠোর আন্দোলনে যাবে।”

জেলা আমির মমিনুল হক সরকার বলেন, “যতদিন না এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছেন, ততদিন আমাদের আন্দোলন চলবে।”

মহানগর আমির মাওলানা আবদুল জব্বার আন্দোলন আরও জোরদারের ঘোষণা দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন:
মহানগর ও জেলা জামায়াতের শীর্ষ নেতারা এবং শতাধিক নেতাকর্মী।

প্রসঙ্গত:
দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন এটিএম আজহারুল ইসলাম। সমাবেশে অংশগ্রহণকারীরা তার দ্রুত মুক্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন