জেলা প্রতিনিধি, রাজবাড়ী | মো. জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা মো. মজিবর রহমান কাজী ওরফে মজিকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আসামির পরিচয় ও মামলার বিবরণ
গ্রেফতারকৃত মজিবর গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।
গ্রেফতারকৃত মজিবর রহমান এই মামলার সন্দেহভাজন আসামি বলে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক।