জেলা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীতে এক বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির নুরুল ইসলাম এর সভাপতিত্বে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের আজাদী ময়দানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, জামায়াত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এসব মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
বক্তব্য দেন:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমির নুরুল ইসলাম
জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার
সেক্রেটারি আলিমুজ্জামান
সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ
সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সৈয়দ আহম্মেদ
ইসলামি ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আবু তাহের
বিক্ষোভ সমাবেশে জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।