July 31, 2025, 12:52 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে—ভুলেও এ ৬টি বিষয় ভুলবেন না!

মিরাজ হুসেন প্লাবন

সংবাদ প্রতিবেদন:
সারা বছর একটানা কাজের পর ঈদের ছুটি আমাদের জন্য নিয়ে আসে অনাবিল আনন্দ। এই সময়টাতে পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে শহর ছেড়ে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ এক সপ্তাহ, কেউবা ১০ দিন বা তারও বেশি সময় বাড়ির বাইরে থাকেন। তবে এই ছুটির আনন্দ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মাটি না হয়, সেজন্য বাড়ি ছাড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা খুব জরুরি।

গ্যাসের লাইন ও সিলিন্ডার বন্ধ করুন
বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের সিলিন্ডার বা গ্যাস লাইন বন্ধ করেছেন কি না, তা নিশ্চিত হয়ে নিন। আবার ফিরেই চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে দিন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে।

বিদ্যুৎ সংযোগ সতর্কতার সাথে বিচ্ছিন্ন করুন
অনেকেই তাড়াহুড়ায় লাইট, ফ্যান, কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদির বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে ভুলে যান। বাড়ি ছাড়ার আগে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের সুইচ বন্ধ করেছেন কি না, তা একাধিকবার চেক করুন। সম্ভব হলে প্লাগগুলোও খুলে রাখুন।

পোষা প্রাণীর যত্ন
আপনার বাসায় পোষা প্রাণী থাকলে তা একা ফেলে যাবেন না। সম্ভব হলে সঙ্গে নিন, না হলে পরিচিত কাউকে দিয়ে দেখাশোনা করান। চাইলে ঢাকায় থাকা কোনো পোষা প্রাণী কেয়ার সেন্টারে রেখে যেতে পারেন।

দরজা-জানালার নিরাপত্তা নিশ্চিত করুন
বাড়ি থেকে বের হওয়ার আগে প্রতিটি দরজা-জানালা ভালোভাবে বন্ধ হয়েছে কি না, তা যাচাই করুন। তালা ঠিকমতো লাগানো হয়েছে কি না, একাধিকবার পরীক্ষা করুন। ঈদের ছুটির সময় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যায়, তাই নিরাপত্তা নিশ্চিত করে তবেই রওনা দিন।

ঘর পরিষ্কার ও গুছিয়ে রাখুন
দীর্ঘ সময় বাইরে থাকবেন বলে ঘর অগোছালো রেখে যাওয়া একেবারেই ঠিক নয়। বাসায় ফিরে ঝামেলা এড়াতে ছুটির আগে ঘর ঝাড়ামোছা ও গুছিয়ে রাখুন। এতে পোকামাকড় বা দুর্গন্ধের সমস্যাও হবে না।

জরুরি কাগজপত্রের কপি সঙ্গে রাখুন
ঈদের ভ্রমণে রওনা দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি সঙ্গে রাখুন। মূল কপি নিরাপদ স্থানে রেখে দিন। যাত্রাপথে কাগজ হারিয়ে গেলে ফটোকপির মাধ্যমে অনেক সমস্যার সমাধান সহজ হবে।

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন, ঈদের আনন্দ উপভোগ করুন।
এই ছোট ছোট প্রস্তুতি আপনার ঈদের ছুটিকে করে তুলতে পারে আরও শান্তিময় ও নির্ঝঞ্ঝাট। নিরাপদ ভ্রমণ ও আনন্দঘন ঈদের শুভেচ্ছা রইল!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন