মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মোঃ নুরুল হক মোরশেদ
ইস্তান্বুল থেকে রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আরাকান থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) শক্তিশালী ও সমন্বিত ভূমিকা পালন করবে—এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।
তিনি ওআইসির অ্যাডহক মন্ত্রী পর্যায়ের কমিটির সভায় লিখিত বক্তব্যে বলেন,
“বিশ্বের সবচেয়ে নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটি হলো রোহিঙ্গা। তাদের পাশে দাঁড়ানো উম্মাহর ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ ২০১৭ সালের গণবসতি বাস্তুচ্যুতির পর থেকে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে।”
তৌহিদ হোসেন আরও বলেন,
“জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর গণহত্যাকে ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকের জন্য উদাহরণ’ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ রোহিঙ্গা সঙ্কটে নিজেদের দায়িত্বের চেয়েও বেশি কিছু করেছে। এখন আমরা ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও আইনগত দায়বদ্ধতার প্রতীক্ষায় আছি।”
তিনি জোর দিয়ে বলেন,
“আমাদের আবেদন কেবল দান-সহায়তার জন্য নয়, বরং ন্যায়বিচার, সংহতি এবং যৌথ দায়বদ্ধতার জন্য।”
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে ওআইসির শক্তিশালী ও সমন্বিত ভূমিকা পালন অত্যন্ত জরুরি বলে মনে করছে বাংলাদেশ। বিশ্ব সম্প্রদায়ের কাছে ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি আরও জোরদার করছে ঢাকা।