July 30, 2025, 11:30 am
শিরোনাম :
স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন পাতা দিয়ে “টাকা” বানিয়ে বিস্কুট কিনলো পথকুকুর

মাদককে না বলুন: চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দিবস পালিত

মো রাহিম হোসেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং গম্ভীরা পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তমঞ্চে এই আয়োজন অনুষ্ঠিত হয়। “Break The Cycle, Stop Organized Crime—চক্র ভাঙো, সংঘবদ্ধ অপরাধ রুখো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আয়োজনের শুরুতে একটি সচেতনতামূলক র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে কোর্ট চত্বর ও নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল, মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, এবং রাসায়নিক পরীক্ষক মো. শফিকুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতন ভূমিকাই পারে এই সংকট মোকাবিলা করতে। তারা মাদক সেবন ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনার মাধ্যমে মাদকের কুফল ও সামাজিক বিপর্যয় তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন