July 8, 2025, 12:09 am

বগুড়ায় মসজিদের ইমামকে ছুরিকাঘাত, সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলা

মিরাজ হুসেন প্লাবন

বগুড়া উপজেলা প্রতিনিধি: মোঃ ফজলে রাব্বি

বগুড়ার মালতীনগর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মাটির মসজিদের ইমাম, মাওলানা আব্দুল মান্নানকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে একদল সন্ত্রাসী।
ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুলাই) জোহরের আজানের পরপরই।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের আযান দেওয়ার কিছু সময় পর হঠাৎ মসজিদের পাশে কয়েকজন যুবক মাওলানা মান্নানকে আক্রমণ করে। তারা ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মুসল্লিরা এই হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে বগুড়া সদর থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন