July 7, 2025, 11:03 pm

গারো পাহাড়ে বিরল বার্মিজ পাইথন উদ্ধার!

মো-তানজিম-ইসলাম.

মো. তানজিম ইসলাম, উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়সংলগ্ন সীমান্তবর্তী পোড়াগাঁও গ্রামে বিরল প্রজাতির একটি বার্মিজ পাইথন উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করেছে একটি পরিবেশবাদী সংগঠন।

সোমবার (৩০ জুন) সকালে গ্রামের এক বাঁশঝাড়ে প্রথমে পাইথনটি দেখতে পান স্থানীয় রাকিব মিয়া। তিনি ধরতে গেলে পাইথনটি আচমকা তাকে কামড়ে দেয়। পরে খবর পেয়ে ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন’ নামক পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকৃত পাইথনটির দৈর্ঘ্য ৮১ ইঞ্চি, ব্যাস ১১ ইঞ্চি, লেজের দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি ২০০ গ্রাম। পর্যবেক্ষণের পর সোমবার বিকাল ৪টার দিকে সাপটিকে গারো পাহাড়ের গভীর বনে অবমুক্ত করা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে সাপ ও বনজ প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে একটি সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।

সাপটি উদ্ধার ও অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমুশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, মধুটিলা এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আরফান আলী এবং ‘হাতির খবর ও সচেতনতা গ্রুপ’-এর প্রতিনিধি আকরাম হোসেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত গারো পাহাড়সংলগ্ন লোকালয় থেকে মোট চারটি পাইথন উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন