October 17, 2025, 10:57 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

ইয়াসিন ট্রফি জেতায় মার্তিনেজকে অভিনন্দন মেসির, লাউতারোকে নিয়ে আক্ষেপ

Reporter Name

ইয়াসিন ট্রফি জেতায় মার্তিনেজকে অভিনন্দন মেসির, লাউতারোকে নিয়ে আক্ষেপ

আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি আবারও ইয়াসিন ট্রফি জেতায় আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে বিশেষ সম্মান জানিয়েছেন। গত সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বের সেরা গোলকিপারের খেতাব অর্জন করেন। তিনি জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জেতার পাশাপাশি ক্লাব পর্যায়ে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দিতে সহায়তা করেন। মার্তিনেজ স্পেনের উনাই সিমন, রিয়াল মাদ্রিদের আন্দ্রেই লুনিন, পিএসজির গিয়ানলুইজি দোন্নারুমা এবং এসি মিলানের মাইক মেইনানকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে নেন।

এমিলিয়ানো মার্তিনেজের হাতে এই ট্রফিটি তুলে দেন লাউতারো মার্টিনেজ, যিনি ব্যালন ডি’অর তালিকায় সপ্তম স্থান অর্জন করেন। মেসি ব্যালন ডি’অরের জন্য লাউতারোকে বেছে নিলেও শেষ পর্যন্ত পুরস্কারটি জিতে নেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।

ইনস্টাগ্রামে মার্তিনেজ ও অন্যান্য বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মেসি লেখেন, “২০২৪ সালের ব্যালন ডি’অরের সব বিজয়ী এবং মনোনীতদের অভিনন্দন। বিশেষ করে দিবুকে, লাউতারোকে এবং আলে-কে। সেখানে তাদের দেখা সত্যিই চমৎকার!”

মেসি নভেম্বরে আর্জেন্টিনা দলের সঙ্গে আবারও একত্রিত হবেন এবং বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে মাঠে নামবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন