ইয়াসিন ট্রফি জেতায় মার্তিনেজকে অভিনন্দন মেসির, লাউতারোকে নিয়ে আক্ষেপ
আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি আবারও ইয়াসিন ট্রফি জেতায় আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে বিশেষ সম্মান জানিয়েছেন। গত সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বের সেরা গোলকিপারের খেতাব অর্জন করেন। তিনি জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জেতার পাশাপাশি ক্লাব পর্যায়ে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দিতে সহায়তা করেন। মার্তিনেজ স্পেনের উনাই সিমন, রিয়াল মাদ্রিদের আন্দ্রেই লুনিন, পিএসজির গিয়ানলুইজি দোন্নারুমা এবং এসি মিলানের মাইক মেইনানকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে নেন।
এমিলিয়ানো মার্তিনেজের হাতে এই ট্রফিটি তুলে দেন লাউতারো মার্টিনেজ, যিনি ব্যালন ডি’অর তালিকায় সপ্তম স্থান অর্জন করেন। মেসি ব্যালন ডি’অরের জন্য লাউতারোকে বেছে নিলেও শেষ পর্যন্ত পুরস্কারটি জিতে নেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।
ইনস্টাগ্রামে মার্তিনেজ ও অন্যান্য বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মেসি লেখেন, “২০২৪ সালের ব্যালন ডি’অরের সব বিজয়ী এবং মনোনীতদের অভিনন্দন। বিশেষ করে দিবুকে, লাউতারোকে এবং আলে-কে। সেখানে তাদের দেখা সত্যিই চমৎকার!”
মেসি নভেম্বরে আর্জেন্টিনা দলের সঙ্গে আবারও একত্রিত হবেন এবং বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে মাঠে নামবেন।