December 23, 2024, 1:05 pm
শিরোনাম :
তালতলীতে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত বেরোবি সেন্ট্রাল মসজিদে মেয়েদের জন্য পৃথক অংশ নির্মাণ শুরুর পথে মুন্সীগঞ্জে ঘন কুয়াশায় প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ বশেমুরবিপ্রবিতে হল সিট বরাদ্দ নিয়ে উত্তেজনা, প্রভোস্ট অফিসে ভাঙচুর বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রতনের শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে বাংলাদেশের ১৮ কোটি মানুষ-রেজাউল করিম বাদশা

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর স্বৈরশাষকের কবল থেকে দেশ নতুন করে স্বাধীন হওয়ায় বিএনপির নেতৃত্বে দেশের মানুষ একটি নিরাপদ বসবাস উপযোগী বাংলাদেশ চায়। অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে। নির্বাচন নিয়ে কোন তাল বাহানা দেশের জনগণ মেনে নিবে না। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা নি:শর্ত ভাবে অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। তারেক রহমানকে নিয়ে নতুন করে কোন ষড়যন্ত্র করলে দেশবাসি তা প্রতিহত করবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে বাংলাদেশের ১৮ কোটি মানুষ। স্বৈরাচারীর দু:শাসনে শহীদ জিয়ার সৈনিকদের ওপর যে অত্যাচার নির্যাতন মামলা হামলা জেল জুলুম হয়েছে তার বিচার নিশ্চিত করা হবে। ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়েছে। অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। শুক্রবার (০১ নভেম্বর ) বিকেলে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির স্মরণ কালের সেরা জন সমাবেশে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোর্শেদ মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম-সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহিদ- উন-সালাম, খায়রুল বাশার, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বে”ছাসেবকদল সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা শ্রমিকদল সভাপতি ওয়াদুদ হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব সুমন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক ময়নুল হক, জেলা তাঁতী দল সভাপতি সারোয়ার হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, উপজেলা বিএনপির সহ ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল , উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, স্বে”ছাসেবকদলের আহবায়ক আজাদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন