December 23, 2024, 4:35 am
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

সোনাতলায় নানা আয়োজনে নয়াদিগন্তের ২ দশক পূর্তি উদযাপন

মামুন,বগুড়া প্রতিনিধি :

মামুন,বগুড়া প্রতিনিধি :

দৈনিক নয়া দিগন্তের ২দশক পূর্তি উপলক্ষে বগুড়ার সোনাতলা প্রতিনিধির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন উৎসব করা হয়েছে।
রোববার সকাল ১১টায় সোনাতলা পৌর মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মতিউর রহমান,পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,রাজ্জাকুল ইসলাম, ডা: নুরুল আমীন সরকার, ছাত্রনেতা জরিফুল ইসলাম,পৌর জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শাকিলুর রহমান,আলবার আকন্দ,সাংবাদিক আব্দুর রাজ্জাক, রিমন আহমেদ বিকাশ,শামীম আক্তার রতনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান আলোচক আব্দুল ওয়াদুদ বলেন, সাংবাদিকদের দল মতের ঊর্ধ্বে ওঠে সাদা কে সাদা কালো কে কালো বলতে হবে। বিগত সরকারের আমলে সংবাদপত্রকে বিভিন্ন কালাকানুন দিয়ে সাংবাদিকদের মুখ ও কলম বন্ধ করে রাখা হয়েছিল। সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি একেএম আহসানুল তৈয়ব জাকির সবাইকে ২৪-এর চেতনা ধারণ করতে তিনি দৈনিক নয়া দিগন্তকে সত্য ও বস্তুনিষ্ঠভাবে সাহসী সাংবাদিকতার জন্য ধন্যবাদ জানান এবং শহীদ ও আহতদের বিষয়ে ধারাবাহিক প্রকাশের অনুরোধ করেন।

ক্যাপশন- সোনাতলায় নয়াদিগন্তের ২দশক পূর্তিতে কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি এবং জামায়াতের জেলা/উপজেলার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন