মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে ইসলাম ধর্ম ও আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনে হামলার পক্ষে পোস্ট দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) স্থানীয় জনতার গণপিটুনির পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মশিউর রহমান কালুর ছেলে চঞ্চল মাহামুদ (২৯) এবং গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের বাবলু রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২৭)।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, চঞ্চল মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনে হামলার পক্ষে মত প্রকাশ করেন এবং ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে। তবে মানববন্ধন শুরুর আগেই পুলিশ চঞ্চল মাহমুদকে গ্রেফতার করে।
অন্যদিকে, মানববন্ধন চলাকালীন সেখানে উপস্থিত হয়ে আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে হাফিজুল ইসলাম নামে এক যুবককে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এই ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।