অসহায়ত্বের আরেক নাম কাজলা বাস স্ট্যান্ড
এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন,ঢাকা প্রতিনিধি।
ঢাকা চট্টগ্রাম রোডের যানজট এর মূল কারণ এবং দুর্ভোগের মূল কারণ হচ্ছে এই কাজগুলা বাসস্ট্যান্ড।কাজলা বাস স্ট্যান্ড টি ঢাকার প্রবেশ মুখে অবস্থিত প্রতিদিন গড়ে কয়েক লক্ষ মানুষ এবং কয়েক লক্ষ যানবাহন এই রাস্তা ধরে ঢাকা প্রবেশ করে। এবং এই প্রবেশপথটি বিষফোঁড়ার রূপ ধারণ করেছে। সকাল এবং সন্ধ্যা চিটাগাং রোড হয়ে যায় চরম ভোগান্তি কারণ এই সময়টাই কয়েক লক্ষ যানবাহন কয়েক মাইল ধরে যানজটে পড়ে থাকতে দেখা যায় এবং কয়েক লক্ষ যাত্রী চরম ভোগান্তির শিকার হয়ে থাকে। রনি একজন একজন পথচারী থেকে জানা যায়”আল্লাহর তিরিশটা দিন রায়েরবাগ থেকে যাত্রাবাড়ী যাইতে দেড় ঘন্টা লাগে