এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ী সীমান্ত থেকে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার ৭০০ টাকা।
রবিবার (২৪ আগস্ট) বিকেল চারটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব তথ্য নিশ্চিত করে।
আটককৃতরা হলেন— গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩২) এবং একই এলাকার মফিজুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন (২৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তেঁতুলবাড়ী বিওপি’র নায়েব সুবেদার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সীমান্ত পিলার ১৩৯/৪-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে মাঠপাড়া এলাকায় ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ডও উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।