বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে কিক স্কলারশিপ প্রোগ্রামের কোর্স ইন্সট্রাক্টর ও সাবেক সমন্বয়ক রহমত আলীকে চাকরিচ্যুত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সংস্থার জরুরি বৈঠকে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য জানান, নারী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে সত্যতা মেলে। যেহেতু নিয়োগ ও বেতন সংস্থার অধীনে, তাই নতুন ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে।
১৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে রহমত আলীর পাঠানো একাধিক কুরুচিপূর্ণ বার্তার স্ক্রিনশট ফাঁস হয়। সেখানে তিনি নারী শিক্ষার্থীকে উদ্দেশ করে লেখেন— “তোমার প্রতি আমার প্রবল আকর্ষণ, আই নিড ইউ, আমি সত্যিই তোমাকে কামনা করি, আমার সঙ্গে থাকবে তো?”
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ওই ছাত্রী ছাড়াও পরিসংখ্যান বিভাগের আরও এক শিক্ষার্থী এবং রংপুর শহরের কয়েকজন তরুণী তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ করেছেন। গাইবান্ধার এক শিক্ষার্থী, বর্তমানে ঢাকার ইডেন মহিলা কলেজে পড়ছেন, সেও রহমতের কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “এমন ঘৃণিত কাজের কোনো স্থান বেরোবিতে নেই। যৌন নির্যাতন প্রতিরোধ সেল আছে, অভিযোগ এলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরেই নানা কেলেঙ্কারিতে জড়িত রহমত আলীর মুখোশ অবশেষে উন্মোচিত হলো।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলেও রহমত আলী ফোন রিসিভ করেননি।