ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি – মোঃ মোশাররফ হোসেন:
সুনামগঞ্জের ছাতকে একটি সিএনজি অটোরিকশা চুরির মামলা দায়েরের পর অস্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের ওয়ারিছ
আলীর ছেলে, যুক্তরাজ্য প্রবাসী আবদুল মজিদ। তিনি জানান, গত ৭ জুলাই রাত ১২টা থেকে সকাল ১০টার মধ্যে তার মালিকানাধীন সিএনজি অটোরিকশা
চুরি হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামী করে ছাতক থানায় মামলা (নং ১৪/২৩৬) দায়ের করা হয়।
পুলিশ গ্রেফতার করেছে রাউলী গ্রামের মৃত মখলিছ আলীর স্ত্রী ফুলবাহার, একই গ্রামের আবদুল কাদিরের স্ত্রী বেগমবাহার ও দোয়ারাবাজার উপজেলার
পান্ডারগাঁও গ্রামের ছুরাব আলীর ছেলে সায়মন আহমদকে। বেগমবাহার ও ফুলবাহার জামিনে মুক্ত হলেও অন্যান্য আসামী গ্রেফতার হয়নি।
আবদুল মজিদ অভিযোগ করেন, মামলা দায়েরের পর প্রতিপক্ষরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ২০ আগস্ট ভোরে বুরহান উদ্দিনের জমিতে বসতঘর
নির্মাণকালে যৌথবাহিনী একটি বিদেশি রিভলভার উদ্ধার করে। এরপর আসামীদের আত্মীয় ও অন্যান্য ব্যক্তিরা তার ফেইসবুক আইডিতে হুমকি ও
অপপ্রচার চালাচ্ছেন।
তিনি প্রশাসনের প্রতি দাবি জানান, সিএনজি অটোরিকশা উদ্ধার এবং হুমকিদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে তিনি ও তার
পরিবার নিরাপদ জীবন-যাপন করতে পারে।