রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে, যা ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সবজি থেকে শুরু করে মসলা—সবকিছুর দামেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও মূল্যহ্রাস হয়নি।
শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, টমেটো এবং কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১০-২০ টাকা বেড়ে গেছে।
পেঁয়াজ ও আলুর উচ্চমূল্য ক্রেতাদের আরও বিপাকে ফেলেছে। দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫০ টাকা, আর আলু ৭০-৭৫ টাকার নিচে বিক্রি হচ্ছে না।
মসলার বাজারেও অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাচ, জিরা এবং গোল মরিচের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি এ পরিস্থিতির মূল কারণ। তবে ক্রেতাদের মতে, আমদানিকৃত মসলা আগেই বাজারে পৌঁছেছে। ডলারের দামের অজুহাতে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি হয়েছে, যা শিগগিরই খুচরা বাজারেও প্রভাব ফেলবে।
এছাড়া মাছ ও মাংসের বাজারেও দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। রুই, তেলাপিয়া ও পাবদাসহ প্রায় সব মাছই আগের তুলনায় কেজি প্রতি ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।