গাজীপুরের শ্রীপুরে আজ শনিবার সকালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীদের বনভোজনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিকনিকে যাওয়ার জন্য ব্যবহৃত দ্বিতল বাসটি বিদ্যুতের তারে সংস্পর্শে আসলে মুবতাছিন রহমান মাহিন বিদ্যুতায়িত হন। বন্ধু মাহিনকে ছটফট করতে দেখে তাঁকে বাঁচাতে ছুটে যান জোবায়ের আলম সাকিব। তবে শেষ পর্যন্ত দুজনেই প্রাণ হারান। আনন্দঘন যাত্রা মুহূর্তেই বিষাদে রূপ নেয়।
দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বাসটি হেলে থাকার কারণে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। প্রভাষক মো. মুহতাশিম মাশফি বলেন, দুর্ঘটনার সময় মাহিন দ্বিতল থেকে বন্ধুর ব্যাগ আনতে যাচ্ছিলেন। দরজার কাছে যেতেই বিদ্যুতায়িত হন। তাঁর সহপাঠী সাকিব ছুটে গিয়ে তাঁকে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু তিনিও দুর্ঘটনার শিকার হন। পরে হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সহপাঠীরা জানান, গত রাত পর্যন্ত তাঁরা একসঙ্গে আড্ডা দিয়েছিলেন। পিকনিকের উদ্দেশ্যে নাচ-গান করে যাত্রা শুরু করলেও সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে আরও একজন মীর মোজাম্মেল নাঈমও রয়েছেন। আহত হয়েছেন কাবিদুল ইসলাম আলিফ ও নাফিজ আলম খান।
বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক শফিকুল হায়দার বলেন, কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর জন্য তিনি আহ্বান জানান।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার, সহপাঠী, এবং বিশ্ববিদ্যালয় কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।