২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
রায়ের পর প্রতিক্রিয়া জানিয়ে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেছেন, “দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায়বিচার পেয়েছি। এ জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন, “ন্যায়বিচার পাওয়ার জন্য অপেক্ষা করাটা কতটা কষ্টের, তা ভুক্তভোগীরাই জানেন। আজ আদালত আমাদের সেই ন্যায়বিচার দিয়েছেন।”
রায় ঘোষণা
রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, “সাক্ষীরা ঘটনার বর্ণনা দিলেও কেউ গ্রেনেড নিক্ষেপকারীর সুনির্দিষ্ট পরিচয় দেননি। এমনকি কে গ্রেনেড সরবরাহ করেছেন, সে বিষয়েও কোনো চার্জশিটে উল্লেখ নেই।”
পূর্বপেক্ষাপট
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও ৩০০ জন আহত হন। ঘটনায় করা মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
তবে হাইকোর্ট রায়ে এসব দণ্ড বাতিল করেন। দীর্ঘ আপিল শুনানি শেষে আজ এ রায় প্রদান করা হয়।
পরবর্তী পদক্ষেপ
এ রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য অপেক্ষা করছে রাজনৈতিক ও আইনি মহল।