August 6, 2025, 5:33 pm
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেশবপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা

সাজেক থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া ৫ শতাধিক পর্যটক

মিরাজ হুসেন প্লাবন

নিরাপত্তা জনিত কারণে সাজেকে আটকে থাকা প্রায় ৫ শতাধিক পর্যটক বুধবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন। দুপুর ২টা ২০ মিনিটে তারা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হন বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

গোলাগুলির কারণে পরিস্থিতি উত্তপ্ত
সম্প্রতি সাজেক এলাকায় দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর ফলে মঙ্গলবার পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করতে রাঙামাটি জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিষেধাজ্ঞা জারি ও পর্যটকদের ফেরা
মঙ্গলবার যেসব পর্যটক সাজেকে অবস্থান করছিলেন, তারা নিরাপত্তার অভাবে ফিরতে পারেননি। তবে বুধবার নিরাপত্তা নিশ্চিত করে তাদের খাগড়াছড়ি ফেরানো হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, “গতকাল যারা ফিরতে পারেনি, তারা আজকে ফিরতে শুরু করেছে। তবে ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হবে কি না, তা রাতের মধ্যে জানানো হবে।”

সাজেক পর্যটনের সাম্প্রতিক অবস্থা
দেড় মাস বন্ধ থাকার পর গত ৫ নভেম্বর থেকে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পর্যটকদের সতর্কতার সঙ্গে ভ্রমণের অনুরোধ জানিয়েছে।

সাজেকের পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন