August 1, 2025, 9:02 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ

মিরাজ হুসেন প্লাবন

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় শ্রাবনী আক্তার খুশি (১৫) নামের এক সপ্তম শ্রেণির ছাত্রী ছেলে হিসেবে রূপান্তরিত হয়েছে। তার নতুন নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ। সে উপজেলার সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় সন্তান।

জানা যায়, শ্রাবনী আক্তার খুশি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত এক বছর ধরে তার আচরণে ছেলেদের মতো বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল। পরিবারের সদস্যরা বিষয়টি নজরে আনার পর ছয় মাস ধরে তাকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করানো হয়। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর গত বৃহস্পতিবার তাকে ছেলে হিসেবে ঘোষণা দেওয়া হয়।

শ্রাবণ জানান, “মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ায় আমি খুশি। এখন বাবার কাজে সহযোগিতা করতে পারব। আমার বর্তমান নাম ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে।”

তার বাবা খোকন মিয়া বলেন, “আমার মেয়ের আচরণ পরিবর্তন লক্ষ্য করার পর থেকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি। ছয় মাসের মেডিকেল পরীক্ষার পর জানা যায়, আমার মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট হাতে পাওয়ার পর শনিবার মুরব্বীদের পরামর্শে তার চুল কেটে ছেলেদের পোশাক পরিয়ে নাম পরিবর্তন করি।”

তিনি আরও বলেন, “আমার তিন মেয়ে ছিল। কোনো ছেলে সন্তান না থাকায় সমাজের নানা ধরনের কথা শুনতে হয়েছে। বড় মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকার মানুষ বিষয়টি দেখার জন্য খোকন মিয়ার বাড়িতে ভিড় করছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন