চাঁদপুরে পণ্যবাহী জাহাজে সাত শ্রমিককে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন নৌযান শ্রমিকরা। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম।
নৌযান শ্রমিক ফেডারেশন জানিয়েছে,
শাহ আলম বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।”
এ ঘটনায় চাঁদপুরে গ্রেপ্তারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে নৌ-পুলিশ। তাদের দাবি, রিমান্ডে পাওয়া তথ্য বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, “ঘটনাটি একটি ব্যক্তিগত আক্রোশের ফল। নৌপথে কোনো নিরাপত্তাহীনতা নেই। নৌপুলিশ ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
জাহাজে সাত শ্রমিকের নৃশংস হত্যাকাণ্ডের পর চাঁদপুরের নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় লঞ্চযাত্রী ও শ্রমিকরা। তারা দাবি করছেন, নৌপথে আরও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
নৌযান শ্রমিকদের এই কর্মবিরতির কারণে সারাদেশে পণ্য পরিবহন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন ও শ্রমিক ফেডারেশনের মধ্যে দ্রুত সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।