October 17, 2025, 10:59 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

টিসিবি কার্ডের ৩৭ লাখ ভুয়া: বাণিজ্য উপদেষ্টার দাবি

মিরাজ হুসেন প্লাবন

ঢাকা প্রতিনিধি:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা এস কে বশির

উদ্দিন। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়ামে এ তথ্য দেন তিনি।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে “অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট” নিয়ে মতবিনিময়ের সময় তিনি আরও উল্লেখ করেন,

“অর্থনৈতিক মন্দার পরও গত ডিসেম্বরে ব্যাংকগুলো অনৈতিকভাবে লাভ করেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।”

সিম্পোজিয়ামে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের

তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “আমরা অবাক হয়েছি যে কীভাবে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহ করতে হলে ধাপে ধাপে প্রত্যক্ষ

কর প্রদানকারীর দিকে এগোতে হয়। কিন্তু প্রত্যক্ষ কর আহরণের কোনো পরিকল্পনা এখনো দেখা যায়নি। কর প্রদান না করা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো

কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা আমাদের উদ্বিগ্ন করছে।”

ড. দেবপ্রিয় আরও বলেন, “রেকর্ড পরিমাণ আমন উৎপাদন হলেও সংগ্রহ অভিযানে সাফল্য নেই। আগে যেমন দুর্নীতি ছিল, তা এখনো বহাল রয়েছে।

কৃষকরা তাদের ফসলের সঠিক মূল্য পাচ্ছে না। সামাজিক সুরক্ষা ব্যবস্থাও বিশৃঙ্খল অবস্থায় আছে।”

তিনি শঙ্কা প্রকাশ করেন, “আগামী গ্রীষ্মে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

সিম্পোজিয়ামে উঠে আসা বিষয়গুলো অর্থনৈতিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন