—- মো: মামুন রানা
দেশে সাম্প্রতিক সময়ে তৌহিদী জনতা ও ছাত্রজনতার নামে বিভিন্ন জায়গায় সংঘটিত মব জাস্টিস উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি, বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি খাত বিশেষ করে গার্মেন্টস সেক্টর ও বৈদেশিক শ্রমবাজার চাপে পড়ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে বৈদেশিক বিনিয়োগ কমে যাচ্ছে, যা দেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য বড় বাধা।
এ অবস্থায় দেশি-বিদেশি চক্রান্তের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অরাজকতা রুখতে তৌহিদী জনতা ও ছাত্রজনতার ব্যানারে যেকোনো ধরনের মব জাস্টিস দ্রুত বন্ধ করা প্রয়োজন।
দেশের স্থিতিশীলতা ফেরাতে এবং আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখতে একটি জবাবদিহিমূলক সরকার প্রয়োজন, যা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। তাই দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সময়ের দাবি।
লেখক:
সাবেক ছাত্রদল নেতা, ব্রিটিশ কাউন্সিল সার্টিফায়েড এডুকেশন কনসালট্যান্ট।