July 7, 2025, 10:22 pm

ভোলায় লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে

মোঃ কামরুল হাসান নাইম

ভোলা প্রতিনিধি:

ভোলা জেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য হাওয়া বা বৃষ্টির আভাস পেলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে জনজীবন চরম ভোগান্তির শিকার হচ্ছে।

বিগত কয়েক বছর ধরে ভোলার বাসিন্দারা বিদ্যুৎ সমস্যা নিয়ে ভুগলেও এখন পর্যন্ত এর কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। বিদ্যুৎ অফিসে বারবার ফোন করেও কোনো সাড়া মেলে না বলে অভিযোগ অনেক গ্রাহকের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্বিকার— এমনটাই মনে করছেন স্থানীয়রা।

সম্প্রতি সারা দেশে বৃষ্টির প্রবণতা শুরু হলেও ভোলায় হালকা বাতাসেই বিদ্যুৎ চলে যাচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ফিরে আসে না। রাতেও ২-৩ ঘণ্টার বেশি সময় লোডশেডিং দেখা যাচ্ছে। এতে করে পড়ালেখা, ব্যবসা, চিকিৎসা এমনকি সাধারণ ঘরোয়া কাজেও ব্যাঘাত ঘটছে।

স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকরা জানান, শুধু বিদ্যুৎ সরবরাহই নয়, বিলের ক্ষেত্রেও রয়েছে অনিয়ম। বাস্তব ব্যবহারের চেয়ে অনেক বেশি বিল তৈরি করা হচ্ছে, যা ভোক্তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে ফ্রিল্যান্সিং পেশায় নিয়োজিত তরুণ-তরুণীরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সময়মতো কাজ ডেলিভারি দিতে না পারায় অনেকেই বায়ার হারাচ্ছেন।

এদিকে চলমান এস.এস.সি পরীক্ষার সময় এমন বেপরোয়া লোডশেডিং পরীক্ষার্থীদের পড়ালেখায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

ভোলা জেলার সাধারণ মানুষ দাবি করছেন, অবিলম্বে বিদ্যুৎ সরবরাহের এই অনিয়ম ও অব্যবস্থাপনার সমাধান করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে জানান কয়েকজন ক্ষুব্ধ গ্রাহক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন